Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশালে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশালে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

July 31, 2022 06:11:24 AM  
বরিশালে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বরিশাল সংবাদদাতা:
বরিশালে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বরিশাল বিভাগের ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এদিন সকালে পত্রিব কোরআন থেকে তিলাওয়াত এবং আন্দোলনের দলীয় সংগীত শোনার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় অনলাইন প্রচার সম্পাদক তানভীর হাসান রিয়াদের সঞ্চালনায় ও বরিশাল জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. কবির মৃধার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ও মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় আমির মো. আল আমিন সবুজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হেযবুত তওহীদের বরিশাল জেলা সভাপতি মো. কবির মৃধা, পটুয়াখালী জেলা সভাপতি মো. সাইফুর রহমান সাইফ, ভোলা জেলা সভাপতি মো. লোকমান হোসেন, ফরিদপুর জেলা সভাপতি মাহবুবুল আলম নিক্কন, মাদারীপুর জেলা সভাপতি মো. নূরনবী মাতুব্বার, শরীয়তপুর জেলা সভাপতি মো. বায়াজিদ মালত এবং ঝালকাঠি জেলা সভাপতি মো. শাফায়েত হোসেন।

সাবেক জেলা সভাপতিদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মো. খোকন হাওলাদার, গোলাম মহিউদ্দিন খান টিটু, একে আজাদ এবং রুহুল আমিন মৃধা।

বিভাগীয় ও জেলা নারী সম্পাদকদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় নারী সম্পাদক আসমা আক্তার, বরিশাল জেলা নারী সম্পাদক মরিয়ম আক্তার বিউটি, ভোলা জেলা নারী সম্পাদক তাহমিনা আক্তার রুমি এবং ফরিদপুর জেলা নারী সম্পাদক সুস্মিতা জামান।

অনুষ্ঠানে আগত হেযবুত তওহীদের সদস্যদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বর্তমান বিশ্ব পরিস্থিতি তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন হেযবুত তওহীদের মাননীয় এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। হেযবুত তওহীদের বাণিজ্য এবং কৃষি বিভাগকে উৎপাদন ও বিপনন করার জন্য সকল সদস্য সদস্যাকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে গত ঈদুল আজহায় সর্বোচ্চ পত্রিকা বিক্রি, প্রকাশনা বিক্রি এবং বিক্রি করার জন্য বিশেষ অবদান রাখায় তাদেরকে অনুপ্রাণিত করার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।