
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
বেলকুচিতে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বেলকুচি সদর ইউনিয়নের মুলকান্দি দশখাদা চর থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত মনিরুল ইসলাম (২০) উপজেলার মুলকান্দি দশখাদা গ্রামের মৃত আব্দুর সালাম প্রামানিকের ছেলে। তিনি তার চাচা নুর আলম প্রামানিকের বাড়িতে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। মঙ্গলবার সকালে মুলকান্দি চরের মধ্যে গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, সকালে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারনে এ হত্যার ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।