
এইচএম আনোয়ার:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়মের (বিএমইউজের) নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১২ আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জের কাঁচপুরে মেগা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এক সভায় ৩৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
এতে গ্লোবাল টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলামকে সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ২৪ এর রূপগঞ্জ প্রতিনিধি মোঃ হানিফকে সাধারণ সম্পাদক করে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজের) কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ আগামী দুই বছরের জন্য এ কমিটি ঘোষণা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নীলু।
এতে গ্লোবাল টেলিভিশন নারায়ণগঞ্জ জেলা মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রতিদিনের আড়াইহাজার প্রতিনিধি মুজিবুর রহমানের সঞ্চালনায়, কমিটির অন্য সদস্যরা হলেন, ভয়েস অফ নারায়ণগঞ্জের সম্পাদক মোঃ সেলিম ডালিমকে সিনিয়র সহ- সভাপতি, অপরাধ জগতের স্টাফ রিপোর্টার মাসুম বিল্লাকে সহ- সভাপতি, আজকের নিরবাংলার সম্পাদক খোকনকে সহ-সভাপতি ও অপরাধ জগতের স্টাফ রিপোর্টার মোঃ সূর্য আহমেদ মিঠুন সহ-সম্পাদক, দেশ রূপান্তরের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সোহেল রহমান সাংগঠনিক সম্পাদক, সাপ্তাহিক রূপকন্ঠের নির্বাহী সম্পাদকে সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল ভূঁইয়া, বাংলাদেশ প্রতিদিনের আড়াইহাজার প্রতিনিধি মুজিবুর রহমানকে অর্থ সম্পাদক, গ্লোবাল টেবিলশনের ক্যামেরা পার্সন হাসানকে সহকারি অর্থ সম্পাদক, সময়ের কাগজের বন্দর প্রতিনিধি সানাউল্লাহ মুন্সিকে দপ্তর সম্পাদক, একুশে টেলিভিশনের ক্যামেরা পার্সন রবিউল ইসলামকে প্রচার সম্পাদক, জাগো বাংলাদেশ নিউজ এর সাইফুল ইসলামকে আইটি বিষয়ক সম্পাদক, যুগান্তরের আড়াই হাজারের প্রতিনিধি মুক্তার হোসেনকে সমাজকল্যাণ সম্পাদক, জে টিভি সাজেদা ইসলামকে মহিলা বিষয়ক সম্পাদক, দৈনিক এই আমার দেশে প্রতিনিধি পপি আক্তারকে সহ মহিলা বিষয়ক সম্পাদক।
কার্যকরী সদস্যরা হলেন- ইত্তেফাকের আড়াইহাজার প্রতিনিধি মাসুম বিল্লাহ , দেশ টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন, বিজয় টেলিভিশনের আড়াই হাজার প্রতিনিধি মোঃ মোস্তফা কামাল, দেশ রূপান্তরের আড়াইহাজার প্রতিনিধি জিয়াউর রহমান, সিএনএন বাংলা টেলিভিশনের সোনারগাঁও ও আড়াইহাজার প্রতিনিধি লিটন বিশ্বাস, বাংলাদেশ বুলেটিনের রূপগঞ্জ প্রতিনিধ সাজিদুর রহমান, জিটিভি ক্যামেরা পার্সন রুবেল শিকদার, জিরো টেলিভিশনের মোহাম্মদ সজীব, অপরাধ বিচিত্রার বিএম কোরবান আলী, দৈনিক আজকের নীড় বাংলার কাজী আস্তিক বিন মনির, বিজয় টিভি ফতুল্লা প্রতিনিধি বদিরুজ্জামান, এশিয়ান টেলিভিশনের শহিদুল ইসলাম সৈকত, সিএনএন বাংলা টিভি ফতুল্লা প্রতিনিধি এমএস রাসেল, অপরাধ রিপোর্টের সোনারগাঁও প্রতিনিধ উজ্জল হুসেন মাসুম, বাংলাদেশ বুলেটিনের নারায়ণগঞ্জ প্রতিনিধি আক্তার হোসেন ও দেশ কন্ঠের সেলিম মুন্সি।