Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / বাঁশখালীর ইউএনও’র ফোন নাম্বার ক্লোন করে চাঁদা দাবি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাঁশখালীর ইউএনও’র ফোন নাম্বার ক্লোন করে চাঁদা দাবি

May 16, 2023 08:46:25 PM   উপজেলা প্রতিনিধি
বাঁশখালীর ইউএনও’র ফোন নাম্বার ক্লোন করে চাঁদা দাবি

জসিম উদ্দিন:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান চৌধুরীর সরকারি মুঠোফোনের সিম নাম্বার ক্লোন করে প্রতারকচক্র চেয়ারম্যান-সচিবসহ বিভিন্ন জনের কাছে ফোন করে চাঁদা দাবি করেছেন বলে জানা গেছে।

সোমবার (১৫ মে) দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল ‘Uno Banshkhali’ নামক ফেইসবুক অ্যাকাউন্ট থেকে সিম নাম্বার (অফিসিয়াল নাম্বার ০১৭৩৩৩৩৪৩৪৫) ক্লোন করার বিষয়টি প্রচার করেন।

অফিসিয়াল ফেইসবুকে সতর্কতার জন্য পোস্ট দিয়ে ইউএনও জানান, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসারের অফিসিয়াল মোবাইল নাম্বার ক্লোন করে প্রতারকচক্র বিভিন্নজনের কাছে চাঁদা দাবি করছেন মর্মে সংবাদ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী অফিসারের নাম্বার ক্লোন করে কেউ টাকা চাইলে কখনোই কেউ বিকাশ বা অন্য কোন মাধ্যমে টাকা না দেয়ার জন্য অনুরোধ করছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী বলেন, প্রতারকচক্র পূর্বেও এই ধরনের নাম্বার ক্লোন করেছিল। উক্ত নাম্বার ক্লোন করার পর জানাজানি হলে প্রতারণা বন্ধ হয়ে যায়। এখন আবার প্রতারকচক্র সক্রিয় হয়েছে। ফেসবুক আইডিতে পোস্ট দেয়ার পর থেকে আর কোন খবর আসেনি।