Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে পদ-বঞ্চিত প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকজোটের সংবাদ সম্মেলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত...

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে পদ-বঞ্চিত প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকজোটের সংবাদ সম্মেলন

October 06, 2024 11:58:32 AM   নিজস্ব প্রতিনিধি
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে পদ-বঞ্চিত প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকজোটের সংবাদ সম্মেলন

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে পদ-বঞ্চিত প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকজোটের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জোরপূর্বক পদত্যাগ, অপসারণ, বরখাস্ত, বাধ্যতামূলক ছুটি, কর্মস্থলে অবাঞ্ছিত এবং অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও শিক্ষকদের স্বপদে বহালের জন্য প্রজ্ঞাপন জারি এবং কর্মস্থলে নিরাপত্তার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি গোলাম নবী, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলকাছ উদ্দিন আহমেদ। লিখিত বক্তব্য পাঠ করেন পদ-বঞ্চিত প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক জোটের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম তালুকদার।

তিনি বলেন, ৫ আগস্ট এক বিস্ময়কর ছাত্র জনতার অভ্যুথান ঘটেছে, ফলে আজ প্রত্যেক আশাবাদী মানুষের মনে স্বপ্ন জেগেছে। কিন্তু দেশের বিদ্যমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দকে অপমান, হেনস্তা ও মারধোর করে জোরপূর্বক পদত্যাগ, অপসারণ ও বরখাস্ত করা হচ্ছে।

তিনি আরো বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রায় দুই হাজার শিক্ষক পদ-বঞ্চিত হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, "যেখানে শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিগর, সেখানে আজ আমরা নিগৃহীত ও নির্যাতিত। সততা, নিষ্ঠা ও নৈতিকতার সঙ্গে কাজ করতে গিয়ে আমরা স্বার্থলোভী লোকদের ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিশেষ সমন্বয়ক কেকা রায় চৌধুরী (অধ্যক্ষ, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ), ড. মো. ইদ্রিস আলী (অধ্যক্ষ, বিসিএসআইআর স্কুল এন্ড কলেজ), মহাদেব চন্দ্র দে (প্রধান শিক্ষক, দিদার মডেল হাই স্কুল), নাজমা বেগম (আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়), সিদ্দিকুল ইসলাম (দড়গ্রাম উচ্চ বিদ্যালয়), এবং মো. জহিরুল ইসলাম (সহকারী প্রধান শিক্ষক, বনানী মডেল স্কুল) প্রমুখ।