
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
২৫ বৈশাখ। প্রতি বছরের ন্যায় এবারও নওগাঁর আত্রাই উপজেলার পতিসর রবীন্দ্র কাছারী বাড়ীতে পালিত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্ম বার্ষিকী। সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের আয়োজনে কবির জন্ম বার্ষিকী পালন করা হচ্ছে। তাই রবীন্দ্র ভক্তদের পদচারনায় মুখরিত থাকছে কবীর স্মৃতিবীজরিত কাছারীবাড়ী প্রাঙ্গন।
কবিগুরুর স্মৃতিবিজরিত পতিসর কাছাড়ি বাড়িতে প্রতি বছরেই জমকালো আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয় কবির জন্মবার্ষিকী। পতিসরের সার্বজনিন উৎসবে পরিনত হওয়া এই উৎসবে অংশগ্রহন করতে ইতি মধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন রবীন্দ্র প্রেমিরা। দিবসটিকে ঘিরে এলাকাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ও রবীন্দ্র ভক্তদের স্বাগত জানাতে রবীন্দ্র কাছাড়ি বাড়ি প্রস্তুত বলে জানিয়েছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস। তবে অনুষ্ঠান ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছেবলেজানিয়েছেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জহুরুল ইসলাম।বিশ্বকবির ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কবীর স্মৃতিবিজরিত রবীন্দ্র কাছারি বাড়িতে ২৫’শে বৈশাখ (৮মে) বুধবার বিকাল ৩টায় কর্মসূচি শুরু হবে। বিকাল ৩.৩০মিনিটে স্মারক অলোচনা এবং বিকেল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহিদুজ্জামান সরকার এমপির উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সৌরেন্দ্রনাথ এমপি,ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এমপি,এসএম ব্রæহানী সুলতান মাহমুদ এমপি, অ্যাডভোকেট ওমর ফারুক এমপি,পুলিশ সুপার রাশিদুল হক এবং সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উপস্থিত থাকবেন বলে জানাগেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নওগাঁ প্রশাসক গোলাম মওলা।এছাড়া অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকার কথা রয়েছে,রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ ও রবীন্দ্র গবেষক প্রফেসর ড. আশরাফুল ইসলাম,নওগাঁ সরকারী কলেজের অধ্যাপক এসএম মোজাফ্ফর হোসেন,সাবেক অধ্যক্ষ অধ্যাপক শরীফুল ইসলাম খান, সহযোগী অধ্যাপক ড. মো. শামসুল আলম।