
জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র-ছাত্রী যাতায়াতকারী কোনো বাসে কমিটি গঠন করা যাবে না উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসন।
রবিবার (১৭ সেপ্টেম্বর) পরিবহন পুলের দায়িত্বে থাকা অধ্যাপক ড.সিদ্ধার্থ ভৌমিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রী বহনকারী নিজস্ব সিলভার (রুপালি) রঙের সকল একতলা বাসের সামনের দ্বিতীয় সারি হতে পঞ্চম সারি পর্যন্ত দুই পাশের সকল আসন ছাত্রীদের জন্য বরাদ্দ থাকবে। অন্যান্য সকল আসন ছাত্রদের জন্য বরাদ্দ থাকবে। বিআরটিসি হতে ভাড়াকৃত লাল রঙের দ্বিতল বাসের নীচতলায় ছাত্রীরা অবস্থান করবে এবং উপরের তলায় ছাত্ররা অবস্থান করবে।
তাছাড়াও বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, বই, খাতা, ব্যাগ বা রুমাল দিয়ে কোনো আসন দখল করা যাবে না। আগে আসলে আগে বসা সাপেক্ষে বাসে কোনো সিনিয়র জুনিয়র হিসাবে বসা বা দাঁড়ানো যাবে না এবং ছাত্র ছাত্রীদের বাসে কোনো কমিটি দেওয়া যাবে না।