
গাজীপুর সংবাদদাতা:
দেশব্যাপী বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ করছে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ। শনিবার সকালে গাজীপুর চান্দনা চৌরাস্তার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগর যুবলীগ কর্তৃক আয়োজিত শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. কামরুল আহসান সরকার রাসেল, যুগ্ম আহবায়ক সুমন আহমেদ শান্ত বাবু, মশিউর রহমান মাসুমসহ যুবলীগের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।
এসময় মহানগর যুবলীগের আহ্বায়ক রাসেল সরকার বলেন, কোন প্রকার ষড়যন্ত্রই জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবেনা। দেশের উন্নয়নে বাঁধা হয়ে দাড়ালে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। তিনি বলেন- কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ, বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগরে শান্তি সমাবেশ করছে।
তিনি আরও বলেন, যে কোন দুর্যোগে দেশের মানুষের পাশে থেকে কাজ করে আসছে বাংলাদেশ আওয়ামী লীগ। জননেত্রী শেখ হাসিনা তার উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে মানুষের জনপ্রিয়তা অর্জন করেছেন। বস্তাপচা রাজনীতি দিয়ে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা কমানো যাবে না। বাংলাদেশের মানুষ শান্তি চায়, কেউ শান্তি বিনষ্ট করার চেষ্টা করলে তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেবে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ।