
আশিকুর রহমান গাজীপুর:
গাজীপুরে আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার ধর্ষণের শিকার হয় ওই শিশু। ধর্ষণের ঘটনায় গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় ধর্ষণের শিকার শিশুটির মা বাদী হয়ে শিশু ধর্ষণের মামলা দায়ের করেন। পরে বাসন থানা পুলিশ ধর্ষক মোঃ নাসিরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি মোঃ নাসির(৩৫) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ৮নং ওয়ার্ডের মৃত আতিয়ার রহমানের ছেলে। নাসিম বাসন থানা এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
জানা যায়, ধর্ষণের শিকার শিশুর মা পেশায় একজন গার্মেন্টস কর্মী। তারা বাসন থানা এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। কর্মের সুবাদে প্রতিদিনের মত বাসায় শিশুকে রেখে গার্মেন্টসে যান তার মা। পরে কর্মস্থল থেকে বাসায় ফিরে তার এসে শিশুটিকে অস্বাভাবিক দেখতে পায়। পরে ধর্ষণের কথা শুনে তার মা নিকটস্থ থানায় মামলা দায়ের করেন।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সিদ্দিক জানান, আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক নাসিরকে গ্রেফতার করা হয়েছে।