Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / বৃহস্পতিবার থেকে সীমিত আকারে চলবে বিচারিক কার্যক্রম - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বৃহস্পতিবার থেকে সীমিত আকারে চলবে বিচারিক কার্যক্রম

August 07, 2024 08:26:17 PM   অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার থেকে সীমিত আকারে চলবে বিচারিক কার্যক্রম

আগামীকাল বৃহস্পতিবার থেকে সীমিত আকারে চলবে বিচারিক কার্যক্রম। বুধবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এটি নিশ্চিত করেন।

তিনি জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম সরাসরি বা ভার্চুয়ালি চলবে।

এছাড়া, এসময় আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। আর, আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম চেম্বার জজ হিসেবে দায়িত্বরত থাকবেন।

তিনি আগামীকাল থেকে চেম্বার কোর্টের বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন।