Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / বৃহৎ ডাকাতির পরিকল্পনা নিয়ে তেঁতুলিয়ায় প্রবেশ করে ডাকাতদল! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বৃহৎ ডাকাতির পরিকল্পনা নিয়ে তেঁতুলিয়ায় প্রবেশ করে ডাকাতদল!

March 03, 2025 08:13:26 PM   উপজেলা প্রতিনিধি
বৃহৎ ডাকাতির পরিকল্পনা নিয়ে তেঁতুলিয়ায় প্রবেশ করে ডাকাতদল!

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকায় স্কুলশিক্ষক বেলায়েত হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় পাঁচজন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আটক করেছে পুলিশ। জানা গেছে, চক্রটি বৃহৎ ডাকাতির পরিকল্পনা নিয়ে তেঁতুলিয়ায় প্রবেশ করেছিল।

সোমবার (৩ মার্চ) দুপুরে পঞ্চগড় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি নিজ কার্যালয়ে সাংবাদিকদের জানান, এর আগে ১ মার্চ গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশের ৪ থেকে ৫টি টিম অভিযান শুরু করে। তেঁতুলিয়া ও জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয় এবং স্থানীয়রা পুলিশকে সহযোগিতা করেন। রবিবার (২ মার্চ) সকালে এক ট্রাক চালককে আটক করে পুলিশ। তার সঙ্গে যাত্রীবাহী বাস থেকে আরো চারজনকে আটক করা হয়, মোট ৫ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার বলেন, আটক হওয়া ট্রাক চালক আনোয়ার হোসেন (৪১) রংপুরের মিঠাপুকুর উপজেলার সঠিবাড়ি-হরিপুর এলাকার বাসিন্দা এবং আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। এ সময় তাদের কাছ থেকে নগদ সাড়ে ১২ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণ, ৫টি মোবাইল ফোন এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ১. আনোয়ার হোসেন (৪১), মিঠাপুকুর উপজেলার সঠিবাড়ি-হরিপুর ২. শরিফুল ইসলাম (৩৫), পীরগঞ্জ উপজেলার মকিমপুর ৩. মো. হাসানুর (৪০), পীরগঞ্জ উপজেলার আজমপুর ফকিরপাড়া ৪. মো. আয়নাল (৩৮), শাহপুর ৫. তহিদুল ইসলাম (৪০), দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর

তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি ভোরে টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষাসফরের চারটি বাস ডাকাতির ঘটনায় তারা জড়িত ছিল। পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানিয়েছেন, গ্রেফতারি অভিযান অব্যাহত রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. শফিকুল ইসলাম, পুলিশ সুপার কার্যালয়ের অপরাধ শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মনির উজ্জামান সহ অন্যান্য পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীরা।