Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / বানিয়াচংয়ে অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বানিয়াচংয়ে অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

August 31, 2022 10:37:22 AM  
বানিয়াচংয়ে অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের বানিয়াচংয়ে অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ছাত্রীর আত্মহত্যার ঘটনায় এক মাদ্রাসা পড়ুয়া কিশোরকে দায়ী করছে নিহতের পরিবার। নিহত ছাত্রীর নাম জেরিন (১৪)। উপজেলা সদরের নাগেরখানা গ্রামের সোহেল মিয়ার মেয়ে। সে স্থানীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

মঙ্গলবার (৩০)আগস্ট সকাল ১০টায় বানিয়াচং উপজেলা সদরের সরকারি পরিত্যাক্ত টুইন কোয়ার্টারে ফ্যানের সাথে ঝুলতে থাকা ছাত্রীর লাশ উদ্ধার করেছে বানিয়াচং থানা পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই ছাত্রী কয়েকমাস যাবত মানসিকভাবে অসুস্থ ছিল।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেবের নিকট নিহত ছাত্রীর চারজন সহপাঠি জানিয়েছেন, ঘটনার পূর্বে নিহত ছাত্রী ভোরেবেলা প্রাইভেট পড়তে যাওয়ার সময় আনাস চৌধুরী রাতুল (১৫)নামের এক কিশোরের সাথে কথা বলার পর থেকেই ওই ছাত্রী হাফাতে থাকে।৯টার সময় বাসায় ফেরার পর বাবা-মা ওই ছাত্রীকে বাসায় রেখে বাজারে যান সেই সময় বাসায় আর কেউ ছিলনা। বাবা-মা বাসায় ফেরে মেয়েকে ফ্যানের সাথে ঝুলতে দেখে বানিয়াচং থানায় খবর দেন। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পার্শ্ববর্তী  দত্তপাড়া গ্রামে কিশোরের বাসায় হামলা চালিয়েছে নিহত ছাত্রীর পরিবারের লোকজন। অভিযুক্ত কিশোর পলাতক রয়েছে।

কিশোরের বাবা রাসেল চৌধুরী বাসায় হামলার কথা স্বীকার করে জানান, আমার ছেলে রাতুল মাত্র সপ্তম শ্রেণীতে পড়লেখা করে কুমিল্লা জেলার দারৎছুন্না আল-ইসলামিয়া মাদ্রাসায় । আমার জানামতে সে কোন মোবাইল ফোন ব্যাবহার করেনা। দুইদিন পূর্বে আমার বাবা মারা যাওয়াতে সে বাড়িতে এসেছিলো। তবে সকাল থেকে তাকে খোজে পাচ্ছিনা। এ ঘটনায় এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের করা হয় নাই।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে জানান, ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া এখনই কিছু বলা যাচ্ছেনা।