Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / বাসের ধাক্কায় অন্তঃসত্ত্বা নারী নিহত, স্বামী গুরুতর আহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাসের ধাক্কায় অন্তঃসত্ত্বা নারী নিহত, স্বামী গুরুতর আহত

September 13, 2022 09:07:16 PM   জেলা প্রতিনিধি
বাসের ধাক্কায় অন্তঃসত্ত্বা নারী নিহত, স্বামী গুরুতর আহত

রংপুর সদরে চিকিৎসকের কাছে যাওয়ার পথে বাসের ধাক্কায় আসমা বেগম নামে এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার স্বামী রফিকুল ইসলাম। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে সদর উপজেলার বদরগঞ্জ সড়কের লাহিড়ীর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর সদর থানার ওসি মোস্তাফিজার রহমান। তিনি বলেন, ড়দ সোমবার রাত ৮টার দিকে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য মোটরসাইকেলযোগে রংপুর যাচ্ছিলেন রফিকুল ইসলাম। পথে লাহিড়ীরহাটের কাছে পৌঁছলে বদরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তারা। 
তিনি আরো বলেন, স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক অন্তঃসত্ত্বা আছমাকে মৃত ঘোষণা করেন। তবে তার স্বামী রফিকুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।