Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / বিটিআরসির অনুমোদনহীন ৭৮ মোবাইল ফোনসহ গ্রেফতার ৪ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিটিআরসির অনুমোদনহীন ৭৮ মোবাইল ফোনসহ গ্রেফতার ৪

October 19, 2022 06:17:17 AM  
বিটিআরসির অনুমোদনহীন ৭৮ মোবাইল ফোনসহ গ্রেফতার ৪

নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর শনির আখড়া থেকে বিটিআরসির অনুমোদনহীন বিপুল পরিমাণ মোবাইলসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। গ্রেফতার আসামিরা হলেন- মো. অহিদুল ইসলাম (২৩), রুবেল (২৮), দেলোয়ার (২৮) ও রুবেল (২৪)।

অভিযানে তাদের কাছ থেকে বিটিআরসির অনুমোদনহীন মোট ৭৮টি মোবাইল সেট ও ৩৫টি মোবাইল চার্জার জব্দ করা হয়। মঙ্গলবার র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার (১৭ অক্টোবর) রাতে র‌্যাব-১০ ও বিটিআরসি এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন শনির আখড়া আয়েশা সুপার মার্কেট এলাকায় একটি অভিযান পরিচালনা করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর লাইসেন্স ব্যতীত মোবাইল মজুদ, সরবরাহ, ক্রয়-বিক্রি ও প্রদর্শন করার অপরাধে ৪ জন মোবাইল চোরাকারবারিকে গ্রেফতার করে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা মোবাইল চোরাকারবারির সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।