Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বিয়ের ১৮ দিনের মাথায় নব-দম্পতির মরদেহ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিয়ের ১৮ দিনের মাথায় নব-দম্পতির মরদেহ উদ্ধার

July 21, 2022 05:36:26 AM  
বিয়ের ১৮ দিনের মাথায় নব-দম্পতির মরদেহ উদ্ধার

রাণীনগর-আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে থানাপুলিশ। বুধবার বেলা ১১টায় উপজেলার বিশা ইউনিয়নের সুদরানা গ্রামে নিজ শয়ন ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। গত ১৮ দিন আগে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছিলেন এই দম্পতি। স্ত্রী লিমা খাতুন (১৯) মাসুম আলী সরদারের স্ত্রী এবং স্বামী মাসুম সরদার (২১) ওই গ্রামের সাইফুল সরদারের ছেলে। খবর পেয়ে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

মাসুমের বাবা সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত আনুমানিক ১০টা নাগাদ সবাই এক সঙ্গে খাওয়ার শেষে আমরা আমাদের ঘরে এবং ছেলে-বউ তাদের ঘরে ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে ওঠে আমি অন্য পাড়ায় ঘুরতে যাই। সেখান থেকে এসে দেখি তখনো তারা ঘুম থেকে ওঠেনি। পরে ডাকা-ডাকি করেও কোন সারা শব্দ না পাওয়ায় জানালা দিয়ে দেখি স্বামী-স্ত্রী দুই জনই ঘরের তীরের সাথে ঝুলে আছে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ঘরের দরজা ভেঙ্গে দেখতে পান ঘরের তীরের সাথে স্বামী গলায় গামছা ও স্ত্রী পড়নের ওড়না গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ ঝুলে আছে।

তিনি আরও বলেন,গত কোরবানী ঈদের মাত্র ৮দিন আগে আনুষ্ঠানিক ভাবে বিয়ে দেয়া হয় মাসুমকে। তবে কি কারনে তারা মারা গেল তা বলতে পারেননি তিনি। খবর পেয়ে বেলা ১১টা নাগাদ ঘটনাস্থল থেকে দম্পতির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

ঘটনার তদন্ত   কর্মকর্তা এসআই হরেন্দ্রনাথ বলেন, গলায় রশির কালো দাগ ছাড়া মরদেহে আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে হয়তো পারিবারিক কলহের জ্বের ধরে আত্মহত্যা করে থাকতে পারেন।

আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন, খবর পেয়ে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রাকিবুল হাসান ইবনে রহমানসহ ঘটনাস্থল পরিদর্শণ করেছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। তবে কি কারনে এমন মৃত্যুর ঘটনা ঘটল তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।