Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বেলকুচি পৌরসভার প্রস্তাবিত সাধারণ বাজেট সভা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বেলকুচি পৌরসভার প্রস্তাবিত সাধারণ বাজেট সভা অনুষ্ঠিত

July 01, 2022 07:59:47 AM  
বেলকুচি পৌরসভার প্রস্তাবিত সাধারণ বাজেট সভা অনুষ্ঠিত

বেলকুচি সংবাদদাতা:
সিরাজগঞ্জ বেলকুচি পৌরসভার আগামী ২০২২-২০২৩ অর্থ বছরের প্রস্তাবিত সাধারণ বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০জুন) বিকালে বেলকুচি পৌরসভার সভা কক্ষে পৌর মেয়র সাজ্জাদুল হক রেজার সভাপতিত্বে আগামী ২০২২-২০২৩ অর্থ বছরের প্রস্তাবিত সাধারণ বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী ২০২২-২০২৩ অর্থ বছরের প্রস্তাবিত সাধারণ বাজেট ধরা হয় ৮৮,৮৪,৭০,৮৬৫.০০ টাকা। উক্ত ধার্যকৃত বাজেটের উপর উন্মুক্ত আলোচনা করা হয়। আগামী ২০২২-২০২৩ ইং অর্থবছরের প্রস্তাবিত সাধারণ বাজেট রাজস্ব খাতে আয় ৮,৯৯,৪৪,১৬০.০০ টাকা। ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭,৮৪,৪০,০০০.০০ এবং উদ্বৃত্ত রাখা হয়েছে ১,১৫,৫৪,১৬০.০০ টাকা।

অপরদিকে উন্নয়ন খাতে বার্ষিক সরকারি মঞ্জুরী ও বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্প খাতে প্রাপ্ত আয় ৭৮,৭৫,৩০,৯৫৫.০০ টাকা ও ব্যয় ৭৮,৪৫,০০,০০০.০০ টাকা এবং উদ্বৃত্ত ৩০,৩০,৯৫৫.০০ টাকা। ২০২২-২০২৩ ইং অর্থ বছরে মুলধন হিসাবে আয় ধরা হয়েছে ১,০৯,৯৫,৭৫০.০০ টাকা ব্যয় ৫৫,৭৫,০০০.০০ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে ৫৪,২০,৭৫০.০০ টাকা মাত্র।

এসময় উপস্থিত ছিলেন, পৌর প্যানেল মেয়র ইকবাল রানা, পৌরসভার অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত সচিব ওয়ারেছ কবির, পৌর সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, প্রশাসনিক কর্মকর্তা আমিনুজ্জামান, পৌর হিসাব রক্ষক রফিকুল ইসলাম,সহ পৌর কাউন্সিলরগণ প্রমুখ।