Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বেলকুচিতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বেলকুচিতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

August 01, 2022 05:29:59 AM  
বেলকুচিতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না খাতুন, বেলকুচি থানার অফিসার ইনচার্জ( ওসি) তাজমিলুর রহমান, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, বেলকুচি সদর ইউনিয়নের চেয়ারম্যান সোলায়মান হোসেনসহ আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল বলেন, যানজট নিরসনের জন্য আঞ্চলিক প্রধান  সড়কের পাশে অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে হবে। অবৈধ ভাবে কেউ যেনো  বালু উত্তোলন না করতে পারে এ বিষয়ে প্রশাসনকে সজাগ থাকতে হবে। সকলকে আন্তরিক হয়ে কাজ করতে হবে এ সব কথা আইন শৃঙ্খলা মাসিক সভায় বলেন।