
লিয়াকত মাসুদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
কেন্দ্রীয় কমর্সূচির অংশ হিসেবে ব্রাহ্মবাড়িয়াণ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা হেযবুত তওহীদ । পাবনার হেযবুত তওহীদ সদস্য সুজনের খুনীদের বিচার ও সদস্যদের জীবন-সম্পদের নিরাপত্তার দাবিতে গত- (১৩ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে জেলা প্রশাসক শাহগীর আলম ,কে স্মারকলিপি প্রদান করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা হেযবুত তওহীদ । স্মারকলিপি প্রদান উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় হেযবুতওহীদের সভাপতি মো. আলী হোসেন,ব্রাহ্মণবাড়িয়া জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. মো ইদ্দিস মিয়া,সাবেক সভাপতি সাংবাদিক লিয়াকত মাসুদ, সাধারণ সম্পাদক মো রাকি উল্লা আইটি সম্পাদক নাসিবা নাজনীন নিলা, ইউনিট সভাপতি শফিকুর রহমান, সহ হেযবুত তওহীদের শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন । গত (২৩ আগস্ট) পাবনার হেমায়েতপুর থানা কার্যালয়ে রাতের অন্ধকারে ৪০/৫০ জন অস্ত্রধারী সন্ত্রাসী হামলা চালিয়ে উপস্থিত ১৫/১৬ জন সদস্যকে এলোপাথাড়ি কোপানো শুরু করে। প্রায় সকলেই আহত হয়। গুরুতর আহত চারজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মুমূর্ষু দুইজনকে রাজশাহী মেডিক্যাল কলেজে নেওয়ার পর সুজন মণ্ডল নামে একজন সদস্য সেখানে মারা যান।