
স্টাফ রিপোর্টার:
শরীয়তপুরের জাজিরায় পূর্ব শত্রুতার জেরে কামাল বেপারী (৪৫) নামে এক ব্যক্তিকে রাস্তা থেকে ধরে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত কামাল বেপারী উপজেলার রাজনগর ইউনিয়নের কাজি কান্দি গ্রামের মৃত হোসেন বেপারীর ছেলে।
শুক্রবার (১৮ অক্টোবর) সকালে স্থানীয় আন্দারমানিক বাজার থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে ইদ্রিস সরদারের বাড়ির সামনে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা একই গ্রামের ইদ্রিস সরদার (৫৫), আলী হোসেন সরদার (৪০), নুরু সরদার (৬৫), আমির হোসেন সরদার (৩৩), মনির সরদার (২৩), হাসান সরদার (২৮), ফাইনাল সরদার (৪৫), জাকির সরদার (১৯)সহ আরও কয়েকজন তাকে ধরে নিয়ে কুপিয়ে আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাজি কান্দির সরদার বংশ ও বেপারী বংশের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। ঘটনার সময় নিহত কামাল আন্দারমানিক থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। এ সময় সরদার বংশের লোকজন পূর্বপ্রস্তুতি নিয়ে ইদ্রিস সরদারের বাড়ির পাশে ওত পেতে থাকে। ঘটনাস্থলে এলে তাকে ধরে নিয়ে গিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে।
খবর পেয়ে বেপারী বংশের লোকজন ঘটনাস্থলে গিয়ে কামালকে উদ্ধার করে দ্রুত জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পাঠানোর পরামর্শ দেন। পরে দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় কামাল মারা যান।
জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোঃ আহসান হাবীব জানান, আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।