Date: April 29, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বড়াইগ্রামে আ.লীগ নেতা আয়নুল হকের মৃত্যুবার্ষিকী পালন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বড়াইগ্রামে আ.লীগ নেতা আয়নুল হকের মৃত্যুবার্ষিকী পালন

March 29, 2024 05:09:19 PM   জেলা প্রতিনিধি
বড়াইগ্রামে আ.লীগ নেতা আয়নুল হকের মৃত্যুবার্ষিকী পালন

নাটোর প্রতিনিধি:
নাটেরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মাঝগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আয়নুল হকের ২২তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়।

শুক্রবার সকালে দিবসটিতে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং বিকেলে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বনপাড়া পৌরশহরের গ্রামের বাড়ি মহিষভাঙ্গায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান।

সেখানে বক্তব্য রাখেন, মরহুমের জ্যাষ্ঠ পুত্র ও বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, জামাতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা চেয়ারম্যান (ভারঃ) মো. আতাউর রহমান আতা প্রমুখ।

সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর প্রতিনিধি, তার পিএস মিজানুর রহমান ও আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ, বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মো. মোমিন আলী, মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল, আওয়ামী লীগের নেতা-কর্মীবৃন্দ ও এলাকাবাসী। বক্তাগণ বিচারাধীন মামলায় আয়নুল হকের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

উল্লেখ্য ২০০২ সালের ২৮ মার্চ রাত আটটার দিকে বনপাড়া সরকারী মহিলা কলেজ এলাকায় ডা.আয়নুল হককে সন্ত্রাসীরা বেদম মারপিট ও ছুরিকাঘাত করে রাক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনি পরদিন ২৯ মার্চ দুপুর দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মৃত্যুবরণ করেন।