Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বড়াইগ্রামে আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিতদের পেশাভিত্তিক প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্...

বড়াইগ্রামে আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিতদের পেশাভিত্তিক প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধন

June 20, 2024 02:02:19 PM   জেলা প্রতিনিধি
বড়াইগ্রামে আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিতদের পেশাভিত্তিক প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধন

নাটোর প্রতিনিধিঃ
পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে উপকারভোগীদের দক্ষ জনশক্তি ও সাবলম্বী করে গড়ে তোলার জন্য নাটোরের বড়াইগ্রামে আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিতদের ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) সকালে বড়াইগ্রামের নগর ইউনিয়ন পরিষদ হলরুমে ৫১  জন উপকারভোগীদের নিয়ে  এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা।

উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস,নগর ইউপি চেয়ারম্যান মস্তফা শামসুজ্জোহা সাহেব, উপজেলা প্রকল্প বাস্তবতায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক সহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিত পরিবারের মধ্য হতে এ উপজেলার নগর ও গোপালপুর  ইউনিয়নের ৫১ জন প্রশিক্ষণার্থীকে ১০ দিনব্যাপী পর্যায়ক্রমে হাঁস, মুরগি, গরু, ছাগল, কবুতর পালন এবং বসত বাড়িতে সবজি ও মৎস্য চাষ সহ বিভিন্ন ট্রেডে আয়বর্ধকমূলক পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হবে।