Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বড়াইগ্রামে এসআর পাটোয়ারী শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি পেল ৪৬৪ শিক্ষার্থী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বড়াইগ্রামে এসআর পাটোয়ারী শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি পেল ৪৬৪ শিক্ষার্থী

July 07, 2024 09:06:38 PM   জেলা প্রতিনিধি
বড়াইগ্রামে এসআর পাটোয়ারী শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি পেল ৪৬৪ শিক্ষার্থী

নাটোরের বড়াইগ্রামে আলহাজ্ব ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার ৯৪ টি বিদ্যালয়ের ৪৬৪ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মানী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

রোববার বনপাড়া এস.আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনিস্টিটউট মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী শিক্ষার্থীদের হাতে সম্মানী ও সনদপত্র তুলে দেন।

ফাউন্ডেশনের সহ-সভাপতি এমপি পত্নী ডা. হোসনে আরা হোসেনের সভাপতিত্বে ও আব্দুল করিম মাষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল করিম মাষ্টার,যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, সহকারী শিক্ষা কর্মকর্তা রেহানা পারভীন, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক ও প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুস সোবহান প্রামানিক, সাবেক জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়াদ্দার, বনপাড়া পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, বনপাড়া পৌর যুবলীগের সভাপতি জাকির সরকার ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

পরে অনুষ্ঠানে চিকিৎসা, জনসেবা, শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় আরও ১০ জনকে গুণীজন সম্মাননা দেয়া হয়েছে।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান, এ বছর উপজেলার ৯৪ টি বিদ্যালয়ের মোট দুই হাজার ২০৪ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এতে মোট ৪৬৪ জন শিক্ষার্থী বৃত্তি পায়। তার মধ্যে ট্যালেন্টপুলে ৩২ জন, এ গ্রেডে ৬৬ জন, বি গ্রেডে ১১৪, সি গ্রেডে ১৩৫ জন ও ডি গ্রেডে ১১৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।