Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বড়াইগ্রামে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বড়াইগ্রামে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

April 17, 2024 09:07:41 PM   জেলা প্রতিনিধি
বড়াইগ্রামে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

নাটোরের বড়াইগ্রামে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এই  উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার বিকেলে উপজেলার বনপাড়া বাজারে পৌর যুবলীগ এই আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

বনপাড়া পৌর যুবলীগ সভাপতি জাকির হোসেন সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নাহিদ পারভেজের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে গোপালপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক,চান্দাই ইউপি চেয়ারম্যান শাহনাজ পারভীন, নগর ইউপি চেয়ারম্যান শামসুজ্জোহা সাহেব,মাঝগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোকন মোল্লা,বড়াইগ্রাম উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দুলাল,চান্দাই ইউনিয়ন আ'লীগ সভাপতি শামসুজ্জামান গোলাম,উপজেলা মাদক বিরোধী নাগরিক কমিটির সভাপতি আব্দুস সোবহান প্রাং,পৌর আ'লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল বারী মজুমদার, বড়াইগ্রাম উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম জোয়ার্দার,শ্রী মহিত কুমার সরকার, নারী নেত্রী পারুল রেজা,নাছিমা পারভীন, সন্ধ্যা পিরিচ সহ আ'লীগ ও অঙ্গ সংগঠনের পাঁচ শতাধীক নেতাকর্মী।