Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বড়াইগ্রামে সার্বজনীন পেনশন মেলার উদ্বোধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বড়াইগ্রামে সার্বজনীন পেনশন মেলার উদ্বোধন

May 13, 2024 04:06:38 PM   জেলা প্রতিনিধি
বড়াইগ্রামে সার্বজনীন পেনশন মেলার উদ্বোধন

নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ইউনিয়ন সার্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত হয়েছে। এলাকার সকল নাগরিককে পেনশন সুবিধার আওতায় আনতে এই মেলার আয়োজন করা হয়।

সোমবার দুপুরে উপজেলার জোয়াড়ী ইউনিয়নে এই সর্বজনীন পেনশন মেলার উদ্বোধন করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

এসময় উপস্থিত ছিলেন,  উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস, জোয়াড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আকবর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান প্রামানিক সহ মেলায় আগত সর্বজনীন পেনশন স্কীমের আওতাভুক্ত জনসাধারণ।

সর্বজনীন পেনশন স্ক্রিম শুরু করা যাবে ১৮ বছর থেকে। একজন নাগরিক এ সুবিধা পাবেন জীবিত অবস্থায় ৮০ বছর পর্যন্ত। এ স্কিমে যুক্ত হওয়ার ক্ষেত্রে বয়সভেদে আর্থিক সুবিধার অঙ্কও কম-বেশি হবে।