
স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ‘সার্বজনীন পেনশন স্কিম’ প্রধান মন্ত্রির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ স্কিম বাস্তবায়নের মাধ্যমে পেনশনের প্রাপ্ত টাকায় ষাটোর্ধ জনগোষ্টির সামাজিক ও অর্থনৈতিক নিবাপত্তা বেষ্টনী তৈরী হবে।
বৃদ্ধকালে পরনির্ভরতা অনেক কমবে। সমাজে কারো আপদ হয়ে থাকতে হবে না। এ স্কীমে ১৮ থেকে ৫০ বা পঞ্চাশোর্ধ ব্যাবসায়ী, প্রবাসী, কৃষক, শ্রমিক, শিক্ষক, ইমাম, পুরোহিত, মিস্ত্রি, যুক্ত হতে পারবেন।
নাটোরের বড়াইগ্রামে উপজেলা প্রশাসনের ‘সার্বজনীন পেনশন স্কিম’ বিষয়ে বিভিন্ন শ্রেণি-পেষার মানুষের সাথে এক মতবিনিময় সভার সভাপতি হিসেবে বুধবার এসব কথা বলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। উপজেলা অডিটরিয়ামে আয়োজিত সভা সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম।
স্কীমের বিভিন্ন দিক আলোকপাত করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতা,সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল হালিম, ইউপি চেয়ারম্যান আব্দুল মমিন, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি আলহাজ সাইফুর রহমান প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জন প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংক, ইউপি সচিব, ইউডিসি উদ্যেক্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।