Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বড়াইগ্রামে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বড়াইগ্রামে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

October 07, 2024 07:44:10 PM   উপজেলা প্রতিনিধি
বড়াইগ্রামে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে ১০ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী আয়োজিত এ মানববন্ধনে সঞ্চালনা করেন সহকারী শিক্ষক ইমরান হোসেন।

এতে বক্তব্য রাখেন বড়াইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, তিরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহার আলী, পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক সেলিম হোসেন, রুহুল আমিন, জুলহাস উদ্দিন, আলফুর রহমান এবং শারমিন সুলতানা।

শিক্ষক নেতারা অবিলম্বে সহকারী শিক্ষকদের জন্য ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান। তা না হলে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন তারা।