
নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলার উদ্বোধন করেন নাটোর-৪ (বড়াইগ্রাম- গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এই মেলার আয়োজন করে।
এ উপলক্ষে একটি র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানার সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবলু, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম ভুট্টো, মহিলা ভাইস চেয়ারম্যান চামেলী বেগম সহ অন্যান্যরা।
পরে সংসদ সদস্য নেতাকর্মীদের নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।