
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৪৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীন বরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিদ্যালয় মাঠে আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান মাস্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবদলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফ হোসেন আলিফ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ মোজাম্মেল হক ও ইব্রাহীম হোসেন প্রমুখ।