Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / বুড়িমারীতে শ্রম আইন বিষয়ক শ্রমিক শিক্ষা প্রশিক্ষণ স্থগিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বুড়িমারীতে শ্রম আইন বিষয়ক শ্রমিক শিক্ষা প্রশিক্ষণ স্থগিত

May 22, 2023 11:45:48 AM   উপজেলা প্রতিনিধি
বুড়িমারীতে শ্রম আইন বিষয়ক শ্রমিক শিক্ষা প্রশিক্ষণ স্থগিত

লালমনিরহাট সংবাদদাতা:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে শ্রম কল্যাণ কেন্দ্র  শ্রম ও শ্রম অধিদপ্তর আয়োজনে ৫দিনব্যাপী শ্রম আইন বিষয়ক শ্রমিক শিক্ষা প্রশিক্ষণ স্থগিত করা হয়েছে।

গতকাল রবিবার সকাল ১০টায় এ কর্মশালা হওয়ার কথা ছিল। বন্দরে কর্ম নয় এমন শ্রমিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে এটি স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, ওই ক্লাসে অংশগ্রহণকারী ৩৫ জন  শ্রমিক বর্তমান বন্দরে কর্মরত শ্রমিক নন বলে অভিযোগ করছেন বর্তমান কর্মরত কিছু শ্রমিক। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে শ্রমিক শিক্ষা প্রশিক্ষণ স্থগিত করেন প্রশিক্ষণ সংগঠক আতিকুর রহমান।

এই বিষয়ে প্রশিক্ষণ সংগঠক আতিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি নিয়ে কিছু বলতে রাজি নন।

এ বিষয়ে  রংপুর শ্রম অধিদপ্তর উপ-পরিচালক সাদেকুর জামান এর সাথে কথা বললে এবং অংশগ্রহণকারীদের তালিকা চাওয়া হলে তিনি তা দিতে অপারগতা প্রকাশ করেন।