Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / বিয়ের প্রলোভনে যুবতীকে ধর্ষণের অভিযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিয়ের প্রলোভনে যুবতীকে ধর্ষণের অভিযোগ

February 05, 2023 02:54:10 AM   দেশজুড়ে ডেস্ক
বিয়ের প্রলোভনে যুবতীকে ধর্ষণের অভিযোগ

হাতীবান্ধা সংবাদদাতা:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার এক যুবতীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার মৃত ইসমাইল খা’র পুত্র সোহেল রানার (২৪) বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই যুবতী সোহেল রানা সম্পর্কে আত্মীয় হওয়ায় তার সাথে ১ বছর মোবাইলে কথা বলতো। এক পর্যায়ে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত মঙ্গলবার সোহেল রানা যুবতীকে ফোন দিয়ে বিয়ের বিষয়ে কথা বলার জন্য কারবালা দিঘী নামক স্থানে আসতে বলে। পরে সেখানে গেলে পাশে থাকা একটি বাগানের ভিতর নিয়ে গেলে তাকে বিভিন্নভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চায় সোহেল রানা। যুবতী রাজি না হলে জোরপূর্বক বাগানের ভিতরে নিয়ে তাকে ধর্ষণ করে। পড়ে যুবতীর সাথে বাকবিতর্কে পরিণত হলে পাশাপাশি কিছু বাড়ি থাকায় লোক জনগমের সৃষ্টি হওয়ায় ঘটনাস্থল থেকে সোহেল রানা পালিয়ে যায়। পড়ে ওই যুবতী বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক বাবুল হোসেন বলেন, মামলাটি আমলে নিয়েছি আসামিকে ধরার চেষ্টা চলছে।