Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে ছয় মাস আগে গণপিটুনিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেনি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে ছয় মাস আগে গণপিটুনিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেনি

March 09, 2025 09:07:28 PM   জেলা প্রতিনিধি
গাজীপুরে ছয় মাস আগে গণপিটুনিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেনি

গাজীপুরের চন্দনা চৌরাস্তা এলাকায় ছয় মাস আগে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত এক ব্যক্তির পরিচয় এখনো মেলেনি। ঘটনাটি ঘটে ২০২৪ সালের ১৪ আগস্ট। পথচারীরা ওই ব্যক্তিকে চোর সন্দেহে আটক করে মারধর করলে তিনি মারা যান। 

পরবর্তীতে মরদেহ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সিআইডি ও পিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করলেও নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি। ঘটনার পর সাব-ইন্সপেক্টর দুলাল চন্দ্র নিজে বাদী হয়ে গাজীপুর থানায় ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বর্তমানে মামলাটির তদন্তের দায়িত্বে আছেন তদন্তকারী কর্মকর্তা সজীব দেবনাথ।

lash-3