Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / ভেড়ামারায় কিশোর গুলিবিদ্ধ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ভেড়ামারায় কিশোর গুলিবিদ্ধ

June 15, 2024 07:45:05 PM   উপজেলা প্রতিনিধি
ভেড়ামারায় কিশোর গুলিবিদ্ধ

ভেড়ামারা প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারায় পূর্ব শত্রুতার জের ধরে মো. আসিফ আলী (১৭) নামের এক কিশোর প্রতিপক্ষ এক কিশোরের করা গুলিতে গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ উঠেছে।  গুলিবিদ্ধ আসিফ ও তার পরিবার দাবি করেছে কিশোর গ্যাং এর লিডার নীরব হোসেন (১৭) নামের কিশোর আসিফকে হত্যার উদ্দেশ্য এ গুলি করে।

গত বৃহস্পতিবার বিকেলে বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামে এ ঘটনা ঘটে তবে আজ শনিবার বিকেলে এ বিষয়ে আসিফের মা রুনা খাতুন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।  এদিকে গুলিবিদ্ধ আসিফ আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  তার বুকের বাম পাশে গুলি লেগেছে।

আরিফ আলী উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি উত্তরপাড়ার কুয়েত প্রবাসী আব্দুল হান্নানের ছেলে। সে এ বছর এসএসসি পরীক্ষায় রাইটা মাধ্যমিক বিদ্যালয় থেকে পাস করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  আলামিন ও জাহিদ এবং আসিফ ও তার চাচাতো ভাই রাব্বি বাড়ির পাশের বাঁশ বাগানে বৃহস্পতিবার  বিকেলে বসে গল্প করছিল। এসময়  একই এলাকার কামরুলের ছেলে নীরব হোসেন সেখানে উপস্থিত হয়। এক বছর আগে মোবাইল ভাঙে ফেলা নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়।  হঠাৎ ক্ষিপ্ত হয়ে কোমর থেকে পিস্তল বের করে আসিফের বুকের বাম পাশে গুলি করে নিরব হোসেন। তার চিৎকারে পরিবারের সদস্যরা আসিফকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শারীরিক অবস্থা অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আসিফের মা রুনা খাতুন বলেন, নিরব এসেই আমার ছেলের বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে।  তার আগে আসিফ কাকুতিমিনতি করে গুলি করতে নিষেধ করে। এরপরও বুকের বাম পাশে গুলি চালায়। আমি বিচার ও আসামির দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। এঘটনার পরল অভিযুক্ত নিরব হোসেন পলাতক রয়েছে।

আসিফের  চাচা রেজাউল আলি বলেন, চিকিৎসার জন্য তার মা ব্যস্ত ছিলেন।  সেজন্য থানায় অভিযোগ দিতে বিলম্ব হলো।

বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন বিষয়টি নিশ্চিত করে বলেন, এই কিশোর বয়সে সে অস্ত্র কোথায় থেকে কিভাবে পেল? তদন্ত করে আইন ও বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। একটি পক্ষ কিশোর গ্যাং তৈরি করে এলাকায় অশান্ত পরিবেশ সৃষ্টি করছে বলে তিনি জানান।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, শনিবার বিকেলে আহতর মা রুনা খাতুন বাদী হয়ে  থানায় এজাহার জমা দিয়েছে।  বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে তিনি জানান।