
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধারসহ একাধিক মামলার ২৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে পাঁচজন ভিকটিম।
থানা সূত্রে জানা যায়, অভিযানে চারটি বিদেশি পিস্তল, একটি দেশীয় রিভলভার, ওয়ান শুটার গান, পাইপ গান এবং বিপুল পরিমাণ ট্যাপেনাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম জানান, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় তৎপর রয়েছে। সাম্প্রতিক ঈদে অপরাধের হার কম ছিল বলেও তিনি জানান।
তিনি উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।