Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / ভেড়ামারায় ফের পুড়ল ৫০ বিঘা পানের বরজ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ভেড়ামারায় ফের পুড়ল ৫০ বিঘা পানের বরজ

April 20, 2024 08:17:47 PM   উপজেলা প্রতিনিধি
ভেড়ামারায় ফের পুড়ল ৫০ বিঘা পানের বরজ

ভেড়ামারা প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারায় আবারো পানের বরজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের পাটুয়াকান্দি খুশিরপাড়া নামক জায়গায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে প্রায়  ৫০ বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩৫ জন কৃষকের প্রায় ৪ হাজার পিলি পানের বরজ পুড়ে গেছে। ৩ ঘন্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শনিবার (২০ এপ্রিল)  বেলা সাড়ে  ১১ টার সময় আগুনের সূত্রপাত ঘটে।  

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভেড়ামারা  উপজেলার  ধরমপুর ইউনিয়নের পাটুয়াকান্দির ফরজ আলী ফরাজির পানের বরজে অগ্নিকাণ্ডের প্রথম সূত্রপাত হয়। তীব্র দাবদাহের কারণে অতি দ্রুত সময়ের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সাথে এলাকাবাসী চেষ্টা করে ৩ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৫০ বিঘা  বরজের ৪ হাজার পিলি পান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২ কোটি টাকা ধারণা করা হচ্ছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম বলেন, ‘ধারনা করা হচ্ছে শ্রমিকদের অসাবধানতা ও তীব্র দাবদাহের কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে ফায়ার সার্ভিস ও বিশেষজ্ঞ টিম এ ব্যাপারে ভালো বলতে পারবে।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু বলেছেন, ‘বেলা সাড়ে ১১ টার সময় আগুনের সূত্রপাত হয়েছে শুনেই আমি ঘটনাস্থলে এসেছি। এলাকাবাসী সূত্রে শুনেছি ৪০-৫০ বিঘা পান বরজপুরে একেবারে ছাই হয়ে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করার জন্য। আমরা সরকারের তরফ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার ব্যবস্থা করব।