Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ভেদরগঞ্জে খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ভেদরগঞ্জে খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার

December 13, 2024 11:04:26 PM   স্টাফ রিপোর্টার
ভেদরগঞ্জে খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের লাকার্তা গ্রামের একটি খাল থেকে অজ্ঞাতনামা এক নবজাতকের লাশ উদ্ধার করেছে ভেদরগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, খালের পাশের প্রধান রাস্তার কাছে ভাসমান অবস্থায় প্রায় ছয় মাস বয়সী একটি ছেলে শিশুর লাশ দেখতে পান তারা। পরে ভেদরগঞ্জ থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম জানান, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশটি উদ্ধার করেছি। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশটি কবর দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।”

লাশটি গণকবরস্থানে দাফনের জন্য ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দায়িত্ব নিয়েছেন বলে জানা গেছে।