Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / ভারতে রেল দুর্ঘটনা, প্রধানমন্ত্রীর শোক প্রকাশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ভারতে রেল দুর্ঘটনা, প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

June 03, 2023 02:38:59 PM   দেশেরপত্র ডেস্ক
ভারতে রেল দুর্ঘটনা, প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের ওডিশা রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শনিবার (৩ জুন) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।

উড়িষ্যায় রেল দুর্ঘটনার সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৮ জনে। এখন পর্যন্ত আহত হয়েছে ৮৫০ জনেরও বেশি। আহত ও নিহতদের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিগত কয়েক বছরের মধ্যে এটি ভারতের রেল ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার (২ জুন) সন্ধ্যা ৭টা নাগাদ শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের ১০-১২টি বগি ওড়িশার বালেশ্বরের কাছে লাইনচ্যুত হয়।

দুর্ঘটনায় করমণ্ডল এক্সপ্রেসের লাইনচ্যুত বগিগুলো ছিটকে পড়ে উল্টো দিকের লাইনে। কিছুক্ষণ পর উল্টো দিকের লাইন দিয়ে আসে হাওড়াগামী যশবন্তপুর এক্সপ্রেস। সেই ট্রেনটি করমণ্ডল এক্সপ্রেসের ছিটকে পড়া বগির ওপর দিয়ে চলে যায়। এতে যশবন্তপুর এক্সপ্রেসেরও তিন থেকে চারটি বগি লাইনচ্যুত হয়।

এ দুর্ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পাটনায়েক। দুর্ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।