Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / ভর্তিচ্ছুদের সহযোগিতায় কুবির রোভার স্কাউটসহ আঞ্চলিক সংগঠনসমূহ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ভর্তিচ্ছুদের সহযোগিতায় কুবির রোভার স্কাউটসহ আঞ্চলিক সংগঠনসমূহ

April 19, 2025 07:37:00 PM   অনলাইন ডেস্ক
ভর্তিচ্ছুদের সহযোগিতায় কুবির রোভার স্কাউটসহ আঞ্চলিক সংগঠনসমূহ

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সর্বাত্মক সহযোগিতা করেছে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), রোভার স্কাউট এবং বিভিন্ন আঞ্চলিক সংগঠন।

শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় ‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা অনুষদ) এবং বিকেল ৩টায় ‘এ’ ইউনিট (বিজ্ঞান অনুষদ) এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন পরীক্ষার্থীদের যানজট নিরসন, পরীক্ষাকেন্দ্র খুঁজে পাওয়া, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ট্রাফিক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করেছে কুবির বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের সিইউও মোঃ তালহা জুবায়ের বলেন, "২০০৯ সাল থেকে কুবি বিএনসিসি প্লাটুন ভর্তি পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সার্বিক সহযোগিতা করে আসছে। এবারও শহর ও ক্যাম্পাস মিলিয়ে ৩০টি কেন্দ্রে ১০০ জন ক্যাডেট দায়িত্ব পালন করেছে।"

রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট মোহাম্মদ বাবুল মিয়া জানান, “কুবি এবার গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে এককভাবে ভর্তি পরীক্ষা গ্রহণ করেছে। তাই কেন্দ্রসংখ্যাও বেড়েছে। এই বৃহৎ পরিসরের পরীক্ষায় শতাধিক রোভার সদস্য দায়িত্ব পালন করেছে।”

এছাড়া, ভর্তিচ্ছুদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আঞ্চলিক সংগঠনও এগিয়ে আসে। প্রধান ফটকের দুই পাশে সহায়তা বুথ স্থাপন করে উত্তরবঙ্গ ছাত্র পরিষদ, লক্ষীপুর স্টুডেন্টস ক্লাব, দেবিদ্বার ছাত্রকল্যাণ পরিষদ, নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদ, বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ফেনী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ, নারায়ণগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, বৃহত্তর ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদ, নরসিংদী, কক্সবাজার ও চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদসহ আরও কয়েকটি সংগঠন।

বুথগুলোতে পরীক্ষার্থীদের কলম উপহার, সুপেয় পানির ব্যবস্থা এবং অনেকের জন্য আবাসনেরও ব্যবস্থা করা হয়। সংগঠনগুলোর স্বেচ্ছাসেবকরা দিনভর দায়িত্ব পালন করে অভিভাবক ও পরীক্ষার্থীদের পাশে ছিলেন।