Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / ভেড়ামারার পাবনা সুইটসকে অর্থদণ্ড - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ভেড়ামারার পাবনা সুইটসকে অর্থদণ্ড

November 10, 2023 02:49:44 PM   উপজেলা প্রতিনিধি
ভেড়ামারার পাবনা সুইটসকে অর্থদণ্ড

ভেড়ামারা প্রতিনিধি, কুষ্টিয়া:
কুষ্টিয়ার ভেড়ামারার পাবনা সুইটসকে  ১৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ভেড়ামারা পৌরসভার রেল বাজারস্থ পাবনা সুইটস এ অভিযান পরিচালনা করে এ দণ্ড দেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) আকাশ কুমার কুন্ডু।

মূলত একজন ক্রেতার দই’র মাপযোগ গড়মিল থাকার বিষয় নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করলে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার আমলে এনে সরেজমিনে সত্যতা যাচাই করতে গেলে সত্যতা প্রমান মেলে।

জানা যায়,  পাবনা সুইটস এ এক কেজি দইয়ের দাম ২৬০টাকা। দইয়ের হাড়ীর ওজন ১৩৮৮ গ্রাম। কিন্তু কাস্টমারের নিকট থেকে মাত্র ৫০০ গ্রাম দইয়ের হাড়ির দাম বাদ দেওয়া হয়, বাঁকী ৮৮৮ গ্রাম  হাড়ীর দাম কাস্টমারের নিকট থেকে উক্ত প্রতিষ্ঠানটি গ্রহণ করে থাকে।

এ সময় উপজেলা নিবার্হী অফিসার আকাশ কুমার কুন্ডু  তিনি দই, মিষ্টি দোকানে মূল্য তালিকা না থাকার কারণে পাবনা সুইটসকে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ১৫,০০০/- হাজার টাকা জরিমানা করেন । পরবর্তীতে স্বপ্ন সুপার শপ ও ফেমাস৯২ তে পরিদর্শন করেন। সেখানে সব ঠিকঠাক থাকায় মূল্য তালিকা ও প্রতিটা জিনিসের নাম উল্লেখ করে মূল্য নির্ধারণের তালিকা প্রদর্শনের দিকনির্দেশনা প্রদান করেন তিনি।