
ভেড়ামারা প্রতিনিধি:
কুষ্টিয়া ভেড়ামারায় অভিযান চালিয়ে দুই মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে শহরের রেল বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন।
জানাগেছে, অভিযানে দুই মাছ ব্যবসায়ী মো. কুব্বাত আলী (৩৮) ও মো. বাপ্পি হোসেন (৪২) মানবদেহের ক্ষতিকারক জেলি যুক্ত চিংড়ি মাছ বিক্রয় করছিল। এ অপরাধে তাদের দুইজনকে ৩ হাজার করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভেড়ামারা উপজেলা সহকারী (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. আনোয়ার হোসাইন বলেন, মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০- এর ৩১ ধারায় রেল বাজারে মাছ বাজারে অভিযান চালিয়ে দুই মাছ ব্যবসায়ী মো. কুব্বাত ও মো. বাপ্পির নিকট থেকে মানবদেহের ক্ষতিকার জেলি যুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়। এ অপরাধে এ দু’জনকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।