Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / ভেড়ামারায় সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ভেড়ামারায় সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

June 24, 2024 08:48:03 PM   উপজেলা প্রতিনিধি
ভেড়ামারায় সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা:
কুষ্টিয়ার ভেড়ামারায় বিষধর গোখরা সাপের কামড়ে আরজিনা খাতুন(৩৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭ টায় ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বানুতলা গ্রামে এ ঘটনা ঘটে।

আরজিনা খাতুন ওই গ্রামের সিদ্দিক মন্ডলের স্ত্রী।  বিষয়টি নিশ্চিত করেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধু আরজিনা খাতুন ভোরে  বাড়ির পাশে অবস্থিত টয়লেটে যাওয়ার  পথে সাপে কামড়িয়ে দেয়। তখন এ ঘটনায় গুরুত্ব না দিলেও ঘটনার প্রায় আধা ঘণ্টা পর  শরীরে যন্ত্রনা শুরু হয়। অবস্থা খারাপ হলে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক আরজিনা খাতুনকে মৃত ঘোষনা করেন।

পরে ওই বাড়িতে ওঝা(সাপুড়ে) এসে  একটি গোখরা সাপ উদ্ধার করে।