
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৪) উপজেলা উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।
বক্তব্যে তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। এটা আমাদের একটি বড় সাফল্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের সকল নাগরিককে ডিজিটাল স্মার্ট কার্ডের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।
কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশা রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এমফিল প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, জেলা পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, খুলনা অঞ্চলের নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির এবং ভেড়ামারা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু।