Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মে দিবসে গোড়াই ইউনিয়ন শ্রমিক দলের সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মে দিবসে গোড়াই ইউনিয়ন শ্রমিক দলের সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

May 09, 2025 07:51:53 PM   অনলাইন ডেস্ক
মে দিবসে গোড়াই ইউনিয়ন শ্রমিক দলের সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মির্জাপুর প্রতিনিধি:
মহান মে দিবস উপলক্ষে ২০২৫ সালের ১ মে গোড়াই ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে এক বিশাল শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিতে হয়। গোড়াই ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে হাজারো শ্রমিক ও দলীয় নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গোড়াই ইউনিয়নের একটি খোলা প্রাঙ্গণে, যেখানে দিনভর ছিল শ্রমিকদের অধিকার, দাবি, ও সাংস্কৃতিক চেতনার মিলনমেলা।

সমাবেশে সভাপতিত্ব করেন গোড়াই ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হাবিবুর রহমান হাবিব শেখ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ মামুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুরবাসীর পরিক্ষিত নেতা, জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুর রউফ, ভারপ্রাপ্ত সভাপতি, মির্জাপুর উপজেলা বিএনপি; খন্দকার সালাহ্ উদ্দিন আরিফ, সাধারণ সম্পাদক, মির্জাপুর উপজেলা বিএনপি এবং এস.এম মহসিন, সাধারণ সম্পাদক, মির্জাপুর পৌর বিএনপি।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তা ছিলেন খন্দকার আনোয়ার পারভেজ শাহ্আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক, মির্জাপুর উপজেলা বিএনপি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এ কে এম মনিরুল হক (ভিপি মুনীর), সাধারণ সম্পাদক, টাঙ্গাইল জেলা শ্রমিক দল।

এছাড়াও উপস্থিত ছিলেন ১০নং গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার নূরুল ইসলাম নুরু এবং সাধারণ সম্পাদক আনিছুর রহমান জুয়েল।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন কুব্বত আলী মৃর্ধা, সভাপতি, শ্রমিক দল মির্জাপুর উপজেলা শাখা এবং মোঃ জালাল উদ্দিন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, শ্রমিক দল মির্জাপুর উপজেলা শাখা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোড়াই ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুল ইসলাম আরিফ। তিনি তাঁর বক্তব্যে বলেন, আওয়ামী লীগ দুসরার যেন আর এই বাংলাদেশে ফিরে আসতে না পারে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ দুসরদের কারণে অত্র এলাকার মানুষ কখনো শান্তিতে বসবাস করতে পারেনি। তার বক্তব্যে তিনি আওয়ামী লীগ দুসরদের নিষিদ্ধের দাবি জানান।

অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়ে জোর দেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।