Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / মিথ্যা ফতোয়ার বেড়াজাল ছিন্ন করতে হবে : রুফায়দাহ পন্নী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মিথ্যা ফতোয়ার বেড়াজাল ছিন্ন করতে হবে : রুফায়দাহ পন্নী

February 25, 2024 03:23:19 PM   জেলা প্রতিনিধি
মিথ্যা ফতোয়ার বেড়াজাল ছিন্ন করতে হবে : রুফায়দাহ পন্নী

জড়তা, অন্ধত্ব, সংকীর্ণতা, ধর্মব্যবসা ও ধর্মের নামে বাড়াবাড়ির রোধে শেরপুরে হেযবুত তওহীদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় শেরপুর পৌর অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে হেযবুত তওহীদের শেরপুর জেলা নারী বিভাগ।

শেরপুর জেলা হেযবুত তওহীদের নারী সম্পাদক নুসরাত জাহান শারমিনের সভাপতিত্বে ‘আমরা আগামী যুগের আদর্শ নারী হবো’ শীর্ষক এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে প্রতিপাদ্য বিষয়ের উপরে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় নারী সম্পাদক ও দৈনিক দেশেরপত্রের সম্পাদক রুফায়দাহ পন্নী।

20240225115555_IMG_0353
তিনি বলেন, আমাদের মোট জনগোষ্ঠীর অর্ধেকই নারী। পুরুষের তুলনায় নারীরা জাতীয়, সামাজিক, রাজনীতিক অর্থাৎ সকল অঙ্গনেই পিছিয়ে আছে। তাদের এই পিছিয়ে পড়া একদিনে হয় নি, শত শত বছর ধরে তাদের উপর ধর্মের নামে হাজারো বিধিনিষেধ আরোপ করে এভাবে পিছিয়ে পড়তে বাধ্য করা হয়েছে। আজ নারীরা যখন সব বাধাকে পেছনে ফেলে এগিয়ে যেতে চাইছে, ধর্মব্যবসায়ীরা চেষ্টা করছে তাদের চারপাশে ফতোয়ার প্রাচীর তুলে তাদের গতিকে রুদ্ধ করতে। পরিণামে নারীরা ধীরে ধীরে ধর্মের প্রতি আকর্ষণ ও শ্রদ্ধা হারাচ্ছে। আল্লাহ-রসুল তথা ধর্মকেই নিজেদের প্রগতির শত্রু মনে করছে এবং পশ্চিমা অপ-সংস্কৃতিকেই মুক্তি ও উদারতার পথ মনে করে অশ্লীলতা ও অসভ্যতার দিকে পা বাড়াচ্ছে। আমরা বলছি, যে ফতোয়াগুলো আরোপ করে নারীর অগ্রগতিকে বাধাগ্রস্ত করা হচ্ছে সেগুলো প্রকৃতপক্ষে ইসলাম সমর্থন করে না, সেগুলো ধর্মব্যবসায়ীদের মনগড়া ও অজ্ঞানতাসুলভ ফতোয়ামাত্র। দ্বিতীয়ত, পাশ্চাত্য সভ্যতা নারীর সামনে যে মুক্তির পথ প্রদর্শন করছে সেটা আসলে তাকে আরো অন্ধকারে নিয়ে যাবে, তাকে ভোগ্যপণ্যে পরিণত করবে।

20240225122550_IMG_0441
তিনি আরো বলেন, ‘আজকে অন্য জাতির নারীরা যখন বৈমানিক হয়, নভোচারী হয়, প্লেন চালায়, সেনাবাহিনীর ক্যাপ্টেন হয়, মেজর জেনারেল হয়, বৈজ্ঞানিক হয়, তখন কোণায় কোণায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আমার জাতির নারীদেরকে এই শিক্ষা দেওয়া হয় যে, ‘সাবধান! ঘরের চার দেওয়ালের মধ্যে থাকো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করো, ঘরের বাইরে যাবে না। ঘরের বাইরে বের হওয়াই পাপ!’

তিনি বলেন, এই অন্ধত্ব এই সংকীর্ণতার দেয়াল ভেদ করতে হবে। ধর্মের নাম করে নারীদের উপর যে বাড়াবাড়ি করা হচ্ছে তার পরিণাম জাতি ভোগ করছে। সময় এসেছে ধর্মের নামে মিথ্যা ফতোয়ার বেড়াজাল ছিন্ন করতে হবে। নারীদের জ্ঞান, মেধা, যোগ্যতাকে কাজে লাগিয়ে সমৃদ্ধ জাতি গঠনে ভূমিকা রাখতে হবে। আমাদেরই হতে হবে আগামী দিনের আদর্শ নারী।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত রহমত উল্লাহ রানা, হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় নারী সম্পাদক রোজিনা আক্তার, হেযবুত তওহীদের শেরপুর জেলা সভাপতি মুমিনুর রহমান পান্না প্রমুখ।