Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মাদারীপুর দুধখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মাদারীপুর দুধখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

January 28, 2025 05:52:55 PM   জেলা প্রতিনিধি
মাদারীপুর দুধখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর জেলার দুধখালী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে মিঠাপুর এল.এন. উচ্চ বিদ্যালয়ের মাঠে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুধখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সাহাদাত হোসেন, জেলা কৃষক দলের আহ্বায়ক মো. অহিদুজ্জামান অহিদ খান এবং জেলা মৎস্য দলের আহ্বায়ক সাইদ বেপারী।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ঢাকা বাড্ডা থানার ২১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. সাহাবুদ্দিন জমাদার ও হায়দার আলী মাতব্বর। এছাড়া দুধখালী ও বাহাদুরপুর ইউনিয়নের ছাত্রদল, যুবদল এবং অঙ্গ সংগঠনের সদস্যরা শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন।

এই উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে উল্লেখযোগ্য পরিমাণ শীতবস্ত্র বিতরণ করা হয়। এলাকাবাসীর মধ্যে এই আয়োজন ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। নেতৃবৃন্দ জানান, এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।