
শরীয়তপুর জেলার জাজিরায় কথিত মনা পাগলার মেলার বিরুদ্ধে জনসমাবেশ করেছে ইসলামি সমমনা রাজনৈতিক ও অরাজনৈতিক দলগুলো। মঙ্গলবার (২৬ নভেম্বর) জয়নগর জুলমত আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে দুপুর থেকে শুরু হওয়া এই সমাবেশ সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন হেফাজত ইসলামের মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আলী আহম্মেদ চৌধুরী, শরীয়তপুর জেলা হেফাজত ইসলামের সভাপতি মাওলানা আকরাম এলাহী, জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রব হাসেমী প্রমুখ।
বক্তারা বলেন, “মনা পাগল একজন মানসিক রুগী ছিলেন, যিনি সারা বছর গোসল করতেন না এবং বিভিন্ন অনৈসলামিক ও শিরক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। যদিও তিনি এখন নেই, তবুও কিছু অবুঝ মুসলিম ভাই শিরক ও বিদআতের মধ্যে ডুবে যাচ্ছে। আমরা ঈমানী দায়িত্ব থেকে এসব শিরক ও বিদআতি কার্যক্রম থেকে আমাদের ভাইদের রক্ষা করতে এসেছি।”
তারা আরও বলেন, “ইসলামী ওরস নামে যে মেলা অনুষ্ঠিত হচ্ছে, তা আমাদের সমাজে অশ্লীলতা ও বেহায়াপনা বাড়াচ্ছে। যদি প্রশাসন এই ওরস বন্ধ না করে, তবে আমরা কঠোর কর্মসূচির ডাক দেব।”
সমাবেশের সভাপতির বক্তব্যে শরীয়তপুর জেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আবু বখর বলেন, “আমরা প্রশাসনকে বলেছি, ইসলাম পরিপন্থী কোনো কাজ মনা পাগলার ওরসে হতে দেওয়া হবে না। আমরা কিছু শর্ত দিয়েছি, যা তারা পালন করবে বলে জানিয়েছে। আমাদের প্রতিনিধি দল সেখানে থাকবে, এবং যদি কেউ ইসলাম বিরোধী কাজ করে, তাদের কঠোরভাবে প্রতিরোধ করা হবে।”