Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মানিকগঞ্জে পৃথক ঘটনায় দুই লাশ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মানিকগঞ্জে পৃথক ঘটনায় দুই লাশ উদ্ধার

March 11, 2025 10:21:37 PM   জেলা প্রতিনিধি
মানিকগঞ্জে পৃথক ঘটনায় দুই লাশ উদ্ধার

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
মানিকগঞ্জের শিবালয় ও সিংগাইরে পৃথক ঘটনায় দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটের কাছে রোমান আহমেদ চৌধুরী (৪২) নামের এক ব্যক্তির মরদেহ একটি পুকুরপাড় থেকে উদ্ধার করে শিবালয় থানা পুলিশ। নিহত রোমান সিলেটের হবিগঞ্জ সদরের রামাড়গাঁও এলাকার নেছার আহমেদ চৌধুরীর ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের স্বজনদের দাবি, তিনি ভবঘুরে ছিলেন এবং মাদক গ্রহণ করতেন। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

অন্যদিকে, মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের পাঁচ দিন পর আবুল হোসেন (৪৮) নামের এক অটোচালকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৯টার দিকে সিংগাইর পৌরসভার দক্ষিণ আজিমপুর এলাকায় একটি ভুট্টা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আবুল হোসেন ঐ এলাকার মৃত হাসেমের ছেলে। পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। খোঁজাখুঁজির পর সোমবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। মঙ্গলবার সকালে স্থানীয়রা ভুট্টা ক্ষেতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে তাকে হত্যার পর মরদেহ ফেলে রাখা হয়েছে। মরদেহে পচন ধরেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।