Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / মানবাধিকার দিবস উপলক্ষে ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশন মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে...

মানবাধিকার দিবস উপলক্ষে ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশন মানববন্ধন

December 10, 2023 09:05:02 PM   দেশজুড়ে ডেস্ক

বাংলাদেশের স্বকীয় ও বিশ্বব্যাপী পালিত দিবস সমূহকে। দিবসগুলোর অধিকাংশই প্রায় নিয়মিত পালিত হয় এবং হয়ে আসছে। কিন্তু কিছু কিছু দিবস, বিভিন্ন রাজনৈতিক ক্ষমতাবলে, প্রতিহিংসাবশত, ঐ রাজনৈতিক দলের ক্ষমতা চলাকালীন রাষ্ট্রীয়ভাবে পালিত হয় না। আন্তর্জাতিক ও বৈশ্বিক দিবসগুলোর জন্য সরকারি ও আন্তর্জাতিকভাবে অর্থ বরাদ্দ পাওয়ার প্রেক্ষিতে তা পালিত হয়।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রবিবার (১০ ডিসেম্বর ) ইং তারিখে  বরিশাল  অশ্বিনী কুমার টাউন হলের সামনে  “ন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশন” ( জাতিসংঘ ঘোষিত মানবাধিকার ঘোষণা বাস্তবায়নে সচেষ্ট ) সকাল ১০ ঘটিকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে মানব-মর্যাদা, স্বাধীনতা আর ন্যায়পরায়ণতা, দাঁড়াব সকলেই অধিকারের সুরক্ষায়। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন মানববন্ধন, আলোচনা সভা সহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় পরিচালক জনাব মোঃ আব্দুর রাজ্জাক মনির, অফিসার্স ও সদস্যবৃন্দরা ছিলেন মাওলানা মোতাছেম বিল্লাহ, এ্যাডভোকেট মোঃ আনোয়ার হোসেন বাচ্চু, এ্যাডভোকেট মোঃ এনামুল, আইনজীবী মিজানুর রহমান, মোঃ ইসমাইল, মোঃ আব্দুর রব শিকদার, মোঃ জহিরুল ইসলাম।


বরিশাল বিভাগীয় পরিচালক জানাব মোঃ আব্দুর রাজ্জাক মনির তিনি বলেন, বিশ্বের সকল দেশের সমন্বয়ে ১৯৪৮ সালের ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক ভাবে মানবাধিকার প্রতিষ্ঠিত করা হয়, তাই ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা এবং সফল উদ্দেশ্য বরিশাল অশ্বিনী কুমার টাউন হলের সামনে উপস্থিত হয়ে ফাউন্ডেশন ও আপনাদের সম্মুখে কিছু কথা বলা ও দাবি রাখার উদ্দেশ্য হাজির হয়েছি। এই ফাউন্ডেশন আমরা জনস্বার্থে দুস্থ ও অসহায় মানুষের পক্ষে, অন্যায়কারী এবং মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি।