
ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে মার্চ ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ এপ্রিল) সকাল ১০টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার কাজী আখতার উল আলম।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে পুলিশের পেশাদারিত্ব এবং দায়িত্বশীল ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি মাদক উদ্ধার, মূলতবি মামলা নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন এবং স্পর্শকাতর মামলার অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়। মার্চ মাসে অসাধারণ অবদানের জন্য জেলার বিভিন্ন থানার ১৪ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- ১. শ্রেষ্ঠ সার্কেল অফিসার: সাগর সরকার, সহকারী পুলিশ সুপার, হালুয়াঘাট সার্কেল; ২. শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ: মোঃ আল মামুন সরকার, ধোবাউড়া থানা; ৩. শ্রেষ্ঠ এসআই: এসআই (নি:) এস.এম. সফিউল্লাহ, মুক্তাগাছা থানা; ৪. শ্রেষ্ঠ এএসআই: এএসআই (নি:) জিয়াউর রহমান, মুক্তাগাছা থানা; ৫. শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার: এসআই (নি:) রাজীব তালুকদার, জেলা গোয়েন্দা শাখা; ৬. শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার (২য়): এসআই (নি:) কাউসার আহম্মেদ টিটু, হালুয়াঘাট থানা; ৭. শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার: এএসআই (নি:) মোঃ আবু হানিফ, ঈশ্বরগঞ্জ থানা; ৮. সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী অফিসার: টিএসআই মোঃ আঃ রহিম সরকার, ঈশ্বরগঞ্জ ট্রাফিক জোন; ৯. ডাকাতি মামলার রহস্য উদঘাটনকারী অফিসার: পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হুমায়ুন কবির, ভালুকা মডেল থানা; ১০. মাদক ও চোরাচালান পণ্য আটককারী অফিসার: পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক, ধোবাউড়া থানা; ১১. মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারকারী অফিসার: এসআই (নি:) রাশিদুল ইসলাম, পাগলা থানা ও তার সঙ্গীয় টিম; ১২. মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার: এসআই (নি:) সুজিত কুমার সরকার, হালুয়াঘাট থানা; ১৩. মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারকারী অফিসার: এসআই (নি:) বিশ্বজিৎ সূত্রধর, কোতোয়ালি মডেল থানা; ১৪. হারানো মোবাইল উদ্ধারকারী অফিসার: এএসআই (নি:) জাহাঙ্গীর কবির, জেলা গোয়েন্দা শাখা।
সভায় পুলিশ সুপার কাজী আখতার উল আলম জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সকল পুলিশ সদস্যকে আন্তরিকতা ও পেশাদারিত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।