Date: May 01, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / ময়মনসিংহে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ময়মনসিংহে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

March 23, 2024 12:12:49 PM   জেলা প্রতিনিধি
ময়মনসিংহে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

হোসেন আলী, ময়মনসিংহ:
‘মাহে রমজানের অঙ্গীকার, ঐক্যবদ্ধ জাতি গড়বো এবার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ জেলার সদর  উপজেলা হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার মাহফিল ও বিশেষ দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত।

শুক্রবার ময়মনসিংহ জেলার সদর  উপজেলা হেযবুত তওহীদ এর উদ্যোগে সদর উপজেলার ৭ নং চরনিলক্ষীয়া  ইউনিয়ন কার্যালয়ে এই ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সদর উপজেলা হেযবুত তওহীদের সভাপতি আরিফুল ইসলাম সোহাগ ।  

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা হেযবুত তওহীদের সভাপতি হাবিবুর রহমান হাবিব। তিনি তার আলোচনায় রোজা (সিয়াম) পালনের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন এবং হেযবুত তওহীদের মূল উদ্দেশ্য সম্পর্কে বলেন।

তিনি বলেন, হেযবুত তওহীদ সম্পূর্ণ অরাজনৈতিক ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন যার মূল কাজই হলো মানবজাতিকে ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ করা এবং মানবজাতির অশান্তির মূল কারণ দাজ্জালের অনুসরণ না করে সমগ্র পৃথিবীতে সৃষ্টিকর্তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা। পুরো মানবজাতিকে আল্লাহর তওহীদের ভিত্তিতে অর্থাৎ সত্য ও ন্যায়ের পক্ষে, সকল অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করাই হেযবুত তওহীদের মূল লক্ষ্য। মানবজীবনে সঠিক পথ, হেদায়াহ ও সত্য জীবনব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সমস্ত মানবজাতি অন্যায় ও অবিচার থেকে মুক্তি পাবে। পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে অনাবিল শান্তি। সেই শান্তিময় পৃথিবী প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে নিয়ে সংগ্রাম করে যাচ্ছে হেযবুত তওহীদের সদস্য-সদস্যারা।

তিনি আরো বলেন, মো’মেন সারা বছর খাবে পরিমিতভাবে, যেভাবে আল্লাহর রসুল দেখিয়ে দিয়ে গেছেন এবং সে অপচয় করবে না, পশুর মতো উদরপূর্তি করবে না। সেখানে একটি নিয়ন্ত্রণ থাকবে। কিন্তু বছরে এক মাস দিনের বেলা নির্দিষ্ট সময়ে সে খাবে না, জৈবিক চাহিদা পূর্ণ করবে না, ফাহেশা কথা বলবে না, অনর্থক কথাবার্তা, গালগল্পে মশগুল থাকবে না, অর্থাৎ লাগওয়া বা লাহওয়াল হাদিস ইত্যাদিতে অনর্থক সময় ব্যয় করবে না। মন্দ কাজ, মন্দ কথা, মন্দ চিন্তা থেকে নিজেকে সংযত রাখবে। অর্থাৎ নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করবে, ফলে আত্মা শক্তিশালী হবে, আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে সে সজাগ হবে। এটা করতে গিয়ে আল্লাহর হুকুম মানার জন্য তার যে শারীরিক কষ্ট, মানসিক কষ্ট সহ্য করার মানসিকতা তৈরি হবে এটা তার জাতীয়, সামষ্টিক ও সামাজিক জীবনে প্রতিফলিত হবে। আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে কষ্টদায়ক হলেও সে ভোগবাদী হবে না, পিশাচে পরিণত হবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৭নং চরনিলক্ষীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট বিল্লাল হোসেন জুয়েল, মো. লুৎফর রহমান, অবসর প্রাপ্ত বিডিআর অফিসার মো. সিরাজুল ইসলাম সরকার, বিশিষ্ট সমাজ সেবক, খোকন সরকার সভাপতি ল্যাংড়া বাজার কমিটি ও ক্রীড়াবিদ  মো. এরশাদুল হক মানিক সরকার, মো. নজরুল ইসলাম পাশা (মাইজভান্ডার, ৩নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. মফিজুল ইসলাম মানিক খান, জুয়েল মন্ডল সহ মহানগর হেযবুত তওহীদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনার পর দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।