Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ‘ম্যারাথন মাস্টার্স-২০২৫’ এ নারী চ্যাম্পিয়ন সুমাইয়া-জেসমিন-মারিয়া - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

‘ম্যারাথন মাস্টার্স-২০২৫’ এ নারী চ্যাম্পিয়ন সুমাইয়া-জেসমিন-মারিয়া

January 31, 2025 07:34:55 PM   জেলা প্রতিনিধি
‘ম্যারাথন মাস্টার্স-২০২৫’ এ নারী চ্যাম্পিয়ন সুমাইয়া-জেসমিন-মারিয়া

নোয়াখালী সংবাদদাতা:
তারুণ্যের উৎসব উপলক্ষে নোয়াখালীতে অনুষ্ঠিত ‘ম্যারাথন মাস্টার্স-২০২৫’ প্রতিযোগিতায় নারীদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন সুমাইয়া ইসলাম। দ্বিতীয় স্থান অর্জন করেছেন জেসমিন আক্তার এবং তৃতীয় স্থান দখল করেছেন মারিয়া আক্তার।

ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন আরিফুর রহমান, দ্বিতীয় হয়েছেন আব্দুল হামিদ, এবং তৃতীয় স্থান অর্জন করেছেন মাইন উদ্দিন। এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অধিকার করেছেন যথাক্রমে মো. আরিফ, শরিফ হোসাইন, আব্দুল আউয়াল, কামরুল হাসান রিফাত, ইব্রাহিম খলিল, রওনক রায়হান ও ফরহাদ হোসেন।

Noakhali (1)

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী সুমাইয়া (ডান থেকে প্রথম), মারিয়া আক্তার (ডান থেকে তৃতীয়)

জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স ও হ্যালো নোয়াখালীর আয়োজনে প্রথমবারের মতো এই হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘সুস্বাস্থ্যের জন্য ম্যারাথন দৌঁড়’ -এই স্লোগানে শুক্রবার সকাল ৭টায় জেলা শহরের সোনাপুর জিরো পয়েন্ট থেকে প্রতিযোগিতা শুরু হয়ে ৭ কিলোমিটার অতিক্রম করে শহিদ ভুলু স্টেডিয়ামে শেষ হয়। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের দুই শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।

ম্যারাথন মাস্টার্স প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে সনদ ও মেডেল প্রদান করা হয়। এছাড়া প্রথম ১০ জন বিজয়ীকে সনদ, মেডেল এবং ক্রেস্ট প্রদান করা হয়। অংশগ্রহণকারী ও আয়োজকরা প্রতি বছর এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Noakhali (2)
সনদ, মেডেল এবং ক্রেস্ট গ্রহণ করছেন তৃতীয় মারিয়া আক্তার 

আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হয়েছিল। প্রতিযোগিতা চলাকালে অংশগ্রহণকারীদের জন্য পর্যাপ্ত পানীয় জল ও বিশ্রামের ব্যবস্থা রাখা হয়েছিল। বিভিন্ন পেশার মানুষ, শিক্ষার্থী, ক্রীড়াবিদ এবং সাধারণ জনগণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ম্যারাথনের মাধ্যমে সুস্বাস্থ্যের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত বছর রাজধানীর উত্তরাস্থ দিয়াবাড়ীতে অনুষ্ঠিত ‘এইচএম সেলিম রান টেন কে ২০২৪’ ম্যারাথন দৌড় প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হয়েছিলেন সুমাইয়া ইসলাম।